Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে নিরাপত্তায় ৭ স্পটে পুলিশের অবস্থান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাত পোহালেই ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে হল থেকে বের করে দেওয়া হয়েছে বহিরাগতদের। সব মিলিয়ে এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাস পুরোপুরি থমথমে।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ঢাবি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়।

এ দিকে বিশ্ববিদ্যালয় এলাকার ৭ স্পটে পুলিশ অবস্থান নিয়েছে। স্পটগুলো হলো-শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ভবন ক্রসিং, দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হল ক্রসিং। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কড়াকড়ি চলবে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা বহিরাগতদের চলে যাওয়ার জন্য মাইকিং শুরু করেন। অন্যসময় এখানে প্রচুর জমায়েত থাকলেও পর্যায়ক্রমে ফাঁকা হতে থাকে টিএসসি এলাকা। শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবস্থান করছেন।

অন্যদিকে বাইরে থেকে প্রবেশ করতে চাইলে আইডি কার্ড দেখাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ব্যতীত কেউ প্রবেশ করতে পারছেন না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রস্তুত আছে স্টাইকিং ফোর্স। কোনো কিছু হলে তারা ঘটনাস্থলে যাবে।

Bootstrap Image Preview