Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির মিডিয়া টেক চ্যালেঞ্জ বুট ক্যাম্প প্রতিযোগিতা সম্পন্ন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩ দিনব্যাপী মিডিয়া টেক চ্যালেঞ্জ বুট ক্যাম্প প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন টিম স্টেপ ওয়ান।  

রবিবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের সত্যতা নিশ্চিত হওয়ার বিষয়ে অ্যাপসভিত্তিক ধারণার যথার্থতা বিচারে প্রথম স্থান অর্জন করে দলটি। একই বিষয় নিয়ে কাজ করা টিম ফেক বাস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং পৃথিবীকে যেকোনো ধরনের দূষণের হাত থেকে বাঁচানোর জন্য দেওয়া ধারণায় টিম স্প্রিং টু সামার তৃতীয় স্থান অর্জন করে। তাদের প্রত্যেককেই ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। 

আগামীদিনের সাংবাদিকতা ও তথ্য-প্রযুক্তির মিলবন্ধনে নতুন নতুন এবং প্রযোক্তিক সমাধান বিষয়ক ধারণা সৃষ্টির লক্ষ্যে জার্মানির ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (৯ মার্চ) এ প্রতিযোগিতা শুরু হয়। 

প্রতিযোগিতায় জাল সংবাদ চিহ্নিত ও প্রতিরোধ করার উপায় খুঁজে বের করা ছাড়াও ফেসবুক লাইভসহ সামাজিক মাধ্যমে সাংবাদিকতার অধিকতর প্রসার, অনলাইন প্রতিষ্ঠানগুলোকে আরও সমৃদ্ধ এবং আর্থিভাবে লাভবান করার কৌশল অনুসন্ধানে প্রতিযোগীরা মোট ৬টি টিমে কাজ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে চেক তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিযোগিতাটির প্রোগ্রাম ম্যানেজার আন্দ্রেয়া মার্শাল, ডয়েচে ভেলে একাডেমি বাংলাদেশর কনসালট্যান্ট লুৎফা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আ-আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview