Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপাচার্যের সঙ্গে আলোচনায় ছাত্রলীগ ছাড়া সকল সংগঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৫১ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৫১ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে ৪ দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেছে ছাত্রলীগ ব্যতীত সকল সংগঠনগুলো।

রবিবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের বাইরে বিক্ষোভ করে বামজোট, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, কোটা, ছাত্র ফেডারেশনসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘নীল নকশার নির্বাচন ছাত্রসমাজ মানবে না’, রড-হাতুড়ি হেলমেটের জবাব হবে ব্যালটে’, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ ছাত্রসমাজ মানবে না’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’, ‘কারচুপির নির্বাচন মানি না, মানব না’ বিভিন্ন স্লোগান দেন।

বৈঠক শেষে বেরিয়ে এসে স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান বলেন, আপনারা ভোট দিতে আসুন। আপনাদের নিরাপত্তা আমরা সবাই মিলে দেব। কোনো ভয় পাবেন না। কোনো অপশক্তির কাছে মাথা নোয়াব না।

এ দিকে নির্বাচন পর্বেক্ষণ করতে উপাচার্যের কাছে আবেদন দিয়েছেন ১০ জন শিক্ষক। তারা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রব্বানী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা খানম ও শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ এইচ সিদ্দিকী।

Bootstrap Image Preview