Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী দিবস নিয়ে যা বললেন এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নারীদের প্রতি নিপীড়ন ও বৈষম্যকে বৈশ্বিক সমস্যা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তার সরকার নারী নির্যাতনরোধ এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা জানান। খবর টিআরটির।

এরদোগান বলেন, রাষ্ট্রের প্রতিটি কর্মেক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিকভাবে তাদের মর্যাদা নিশ্চিতকরণে তার সরকার গুরুত্বপূর্ণ নীতি প্রনয়ণ করেছে।

নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

আজকের পৃথিবী এগিয়ে যাওয়ার পেছনে নারীদের অবদান রয়েছে জানিয়ে তুরস্কের জনপ্রিয় এ প্রেসিডেন্ট বলেন, আধুনিক ও উন্নত বিশ্ব গঠনে নারী জাতির ব্যাপক অবদান রয়েছে। তাদের অবদান আমরা কখনও ভুলতে পারবো না। নারীদের সঠিক ভূমিকার কারণে পরিবারসহ সুন্দর সমাজ গড়ে ওঠতে পারে।

আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

Bootstrap Image Preview