Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এডেন উপসাগরে ইরানি তেলের জাহাজে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview


এডেন উপসাগরে ইরানের তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ১১টি স্পিডবোট নিয়ে এক লাখ ৫০ হাজার টন তেলবাহী একটি কার্গোর ট্যাংকারে হামলা করে। পরে দেশটির নৌবাহিনী হামলাকারীদেরকে প্রতিহত করেছে।

বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক বার্তা সংস্থা ‘রয়টার্স’।

ইরানের নৌবাহিনী গত কয়েক বছরে ভারত মহাসাগর এবং এডেন উপসাগরে সোমালি জলদস্যুদের হামলা থেকে দেশটির জাহাজগুলো রক্ষায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছে।

এর আগে গত বুধবার ইসরায়েলের হাইফা শহরে দেশটির নৌবাহিনীর ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে নেতানিয়াহু ইরানের তেলের জাহাজে হামলা করার হুমকি দেন বলে জানায় ইরানি গণমাধ্যম ‘পার্সটুডে’।

Bootstrap Image Preview