Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোকে ছাড়াই রিয়ালকে উত্তরণের পথ খুঁজতে হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৩:৫৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


এক সপ্তাহ, তিন টুর্নামেন্ট৷ শেষ কবে হতশ্রী পারফর্ম্যান্সের কারণে এক সপ্তাহে তিন টুর্নামেন্ট থেকে রিয়াল মাদ্রিদের মতো সুপার জায়েন্ট ক্লাবকে খালি হাতে ফিরতে হয়েছে, গুগুল করে দেখতে হবে৷

রোনালদোর উত্তর যুগে এটাই এখন রিয়ালের কঙ্কালসার চিত্র৷ গোল করার লোকের অভাবেই মাঝসমুদ্রে ‘টাইটানিক’ রিয়াল৷ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়াল সাম্রাজ্যে এখন জলের তলায়৷ ডুবন্ত টাইটানিককের নাবিক খুঁজতে পিএসজি থেকে মোটা টাকা খরচ করে উড়িয়ে আনা হতে পারে নেইমারকে৷ ফুটবল মহলে অন্তত এমনটাই জল্পনা৷ এরপরও চোখের জলে বিশ্বজোডা় রিয়াল সমর্থকদের একটাই আপশোস, থাকত যদি রোনালদো!

রিয়ালের প্রাক্তন তারকা লুইস ফিগো অবশ্য আপশোস করতে রাজি নন৷ পর্তুগিজ কিংবদন্তি মনে করছেন, ক্রিশ্চিয়ানোকে ছাড়া রিয়াল বেমানান৷ কিন্তু পরিস্থিতি রোনাল্ডোকে ছাড়া রিয়ালকে পথ চলা শিখিয়ে দেবে৷ এটাই ফুটবল৷ রিয়াল ছেড়ে যাওয়ার পর রোনালদোর সাফল্যকে উদাহরণ টেনেছেন ফিগো৷ শুরু থেকে রোনালদোর ফুটবল জীবনকে অনেক কাছ থেকে পরখ করেছেন ফিগো৷ সেকারণেই ফিগোর মত, ‘রোনালদোর মতো গোলমেশিন ক্লাব ছাড়লে দলের উপর সেই প্রভাব পড়বেই৷’ সঙ্গে ফিগো জুড়েছেন, রিয়াল ছেড়ে রোনালদো যদি একার কাঁধে অন্য দলকে টেনে তুলতে পারে, কঠিন সময়ে ক্রিশ্চিয়ানোকে ছাড়া রিয়ালকেও সেই কাজটা করতে হবে৷’

উল্লেখ্য রিয়াল মাদ্রিদকে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ক্লাব ছাড়েন ক্রিশ্চিয়ানো৷ তার আগেই অবশ্য ক্লাব ছাড়েন কোচ জিনেদিন জিদান৷ কোচ-স্ট্রাইকার যুগলের ক্লাব ছাড়া রিয়ালের অন্দরে বড় প্রভাব ফেলে৷ পরবর্তী সময় বিশ্বকাপের আগে কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় লেপেতেগুইয়ের হাতে৷ স্প্যানিশ কোচ সাফল্য দিতে না পারায় তাঁকে বরখাস্ত করে নতুন করে দায়িত্ব তুলে দেওয়া হয় সান্তিয়াগো সোলারির হাতে৷ বর্তমানে সোলারির কোচিংয়ে কোপায় বার্সার কাছে ০-৩ হারের পর লা-লিগার ফিরতি এল ক্লাসিকোয় ০-১ হার৷ পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আয়াক্সের কাছে ১-৪ লজ্জার হার রিয়ালের৷ এরপর নতুন কোচের নাম ঘুরছে রিয়ালের অন্দরমহলে৷ চলতি মৌসুমে হারের ধাক্কা কাটিয়ে ডুবন্ত টাইটানিক রিয়াল ঘুরে দাঁড়ায় কিনা, সেটাই এখন দেখার৷

Bootstrap Image Preview