Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মোদিই জাতির পিতা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অন্য কেউ নন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতির ‘পিতা’ বলে মন্তব্য করলেন তামিলনাড়ুর দুগ্ধ উন্নয়ন মন্ত্রী।

গতকাল শুক্রবার এক জনসভায় রাজেন্থিরা বালাজি এ কথা বলেন বলে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়।

বালাজি বলেন, ‘ভারতের ক্ষমতাসীন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজহাম (এআইএডিএমকে) প্রধান জয়ললিতা আম্মার মৃত্যুর পর মোদিই দলকে ‘পিতা’র ন্যায় পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই মোদিই এখন আমাদের পিতা। আমাদের আম্মাকে হারানোর পর প্রধানমন্ত্রী মোদি ‘পিতা’ হয়ে পথপ্রদর্শন ও সমর্থন করতে এগিয়ে এসেছেন।  মোদি কেবল এআইএডিএমকে দলের ‘পিতা’ নন, উনি পুরো জাতির ‘পিতা’। আর তাই এআইএডিএমকে বিজেপির (ভারতীয় জনতা পার্টি) সঙ্গে জোট গঠন করেছে।

এদিকে ২০১৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে এআইএডিএমকে এর প্রধান জয়ললিতা মোদিকে কটাক্ষ করে বলেছিলেন, ‘তামিলনাড়ুর (টিএন) নারী নাকি গুজরাটের মোদি?’ তার এ উক্তি সে সময় বেশ ঝড় তুলেছিলো ভারতের রাজনৈতিক অঙ্গনে। চেন্নাইতে এক প্রচারণা সভায় জয়ললিতা বলেছিলেন,  টিএন সরকার গুজরাটের মোদির প্রশাসনের তুলনায় আমার নেতৃত্বে অনেক ভালো কাজ করছে।’

সে বছর লোকসভা নির্বাচনে এআইএডিএমকে ৩৯টি সিটের মধ্যে ৩৭টি সিটে জয়লাভ করেন।

Bootstrap Image Preview