Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলেজে হাতকাটা পোশাক পরে যাওয়ায় ছাত্রী লাঞ্ছিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারী দিবসে ভারতের দক্ষিণ কলকাতার একটি কলেজে হাতকাটা পোশাক পরে যাওয়ায় লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এক ছাত্রী।

গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ছাত্রী দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে বিকম অনার্সে প্রথম বর্ষে পড়েন। তার অভিযোগ, তার পোশাক নিয়ে অযথা বিতর্ক তৈরি করছেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তিনি হাতকাটা কুর্তি পরে কলেজে আসায় তাকে ছাত্র সংসদের সদস্যরা অপমান করেন। এমনকি তাকে ভয়ও দেখানো হয়।

এ সময় তার পক্ষ নিয়ে কথা বলতে যাওয়ায় ছাত্র সংসদের সদস্যদের হাতে নিগৃহীত হন তার বন্ধুরাও। যদিও কলেজের তৃণমূল পরিচালিত ইউনিয়ন এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনাটি কলেজের প্রিন্সিপালকে জানানো হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় পাটুলি থানার পুলিশ।

ওই ছাত্রীর অভিযোগ, ‘প্রথম ক্লাস হয়ে যাওয়ার পরে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য আমাকে ক্লাসের বাইরে ডাকেন। আমি বাইরে যেতেই ওরা আমার পোশাক নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। আমাকে বলা হয়, হাতকাটা পোশাক পরে কলেজে আসা যাবে না। নানা অশালীন কথাবার্তাও বলেন ওরা।’

এ সময় ওই ছাত্রীর কয়েকজন বন্ধুর দাবি, ‘আমরা কয়েকজন ছেলে মিলে ওর সমর্থনে এগিয়ে যাই। তাতে ইউনিয়নের সদস্যরা আমাদের মারধর করে জামা ছিঁড়ে দেন।’

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ঠিকই। কিন্তু কলেজের প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়েছে।

ওই ছাত্রী বলেন, ‘হাতকাটা কুর্তির উপরে আমার ওড়না ছিল। সত্যিই যদি এই পোশাক আপত্তিকর হতো, তা হলে তো কলেজ কর্তৃপক্ষই বারণ করে দিতেন। এটা কী ধরনের দাদাগিরি?’

তার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাকে ইউনিয়নে যোগ দিতে বলা হচ্ছিল। তিনি যোগ না দেওয়ায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

এদিকে কলেজের ওই ঘটনার সঙ্গে ছাত্র সংসদের কোনো সম্পর্ক নেই বলেই পাল্টা দাবি করেছেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখেছি। দুই দল পড়ুয়ার মধ্যে গোলমাল থেকে হাতাহাতি হয়েছে। এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই জড়িত নয়।’

এ ব্যাপারে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যক্ষ সোমনাথ মুখোপাধ্যায়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জবাব দেননি মেসেজেরও। তবে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাদের কলেজে পোশাক-বিধি নেই। কী ঘটেছে খতিয়ে দেখা হবে।

Bootstrap Image Preview