Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 আজ পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলা পাল্টা হামলা ও উত্তপ্ত বাক্য বিনিময় চলছেই দুই দেশের তরফ থেকেই।

শুক্রবার গভীর রাতেও কাশ্মীরে এক ভারতীয় সেনাকে অপহরণ করেছে বিদ্রোহীরা। এতে উত্তেজনা আরও চরমে উঠতে পারে।

এমন পরিস্থিতিতেও আজ শনিবার ইসলামাবাদে যাচ্ছেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত-অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৪০ জন সিআরপিএফ সেনা সদস্য নিহত হন।এ ঘটনার পর উভয় দেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে অজয় বিসারিয়াকে পরামর্শের জন্য ডেকে পাঠায় নয়াদিল্লি। পরবর্তীতে ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকেও ডেকে পাঠায় ইসলামাবাদ।

Bootstrap Image Preview