Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেসবুক-ইমেইল হ্যাকড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে, পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না। এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।’

প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে কোনো বার্তা বা ইমেইল থেকে কোনো মেইল পেলে তা যাচাই করারও অনুরোধ জানিয়েছেন মীর আসলাম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এ বিষয়ে কাজ শুরু করেছে। শিগগিরই ফেসবুক ও ইমেইল আইডি উদ্ধার এবং অপরাধীকে গ্রেফতার করা হবে।

এর আগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়। এ ঘটনায় তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Bootstrap Image Preview