ফেসবুক বাগের কারণে রাতারাতি লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। স্যাটলক এক্সপ্রেস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড় থেকে মেটা সিইও মার্ক জুকারবার্গও বাঁচতে পারেননি। মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯,৯৯৩-তে এসে দাঁড়িয়েছে। তার ফেসবুক পেজ থেকে এই ফলোয়ারের সংখ্যা জানা গেছে।
অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ করেছেন। ধারনা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?
এর ছোয়া পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশের তারকা ফেসবুক ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক আউটলেট, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর অনুসারীর সংখ্যাও কমে যাওয়ার বিষয়টি জানা যাচ্ছে।
বিবিসি বাংলার কর্মী আকবর হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, এক দিনের মধ্যেই তার ফেসবুকে ফলোয়ার কমে গেছে ৩৫ হাজার। সবশেষ তার ফেসবুকে অনুসারী দেখা গেছে ৯ হাজার ৬৯২ জন।
আসিফ মহিউদ্দিন বেশ কয়েকজন লেখক ও ব্লগারের ফলোয়ার সংখ্যাও নাটকীয় ভাবে কমে গেছে।
তবে পরিমনি, শাকিব খান, বুবলির মতো সেলিব্রেটি জগতের অনেকেই ফেসবুকে অনুসারীর সংখ্যা ঠিক রয়েছে।
সাটলক এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বাগ থাকার কারণে এমনটি ঘটছে। বাগ হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামে থাকা ত্রুটি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। যারা বা যেসব প্রতিষ্ঠান ফলোয়ার হারিয়েছে, তারা কী আর ফলোয়ার ফিরে পাবে কী না তা স্পষ্ট নয়।
সূত্র : স্যাটলক এক্সপ্রেস।