Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী দিবসে সহকর্মীকে শ্লীলতাহানি পুলিশের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজ বিশ্ব নারী দিবস। নারী জাতিকে সম্মান জানিয়ে সারা বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে দিবসটি। অথচ এই দিনই ঘটল শ্লীলতাহানির ঘটনা। আর ভুক্তভোগী একজন সাধারণ নারী নন, পুলিশ কনস্টেবল। ঘটনাটি ভারতের।

অভিযুক্তের নাম অরূপ মণ্ডল। তিনি শিয়ালদহ আরপিএফ (রেলওয়ে প্রটেকশন ফোর্স) কন্ট্রোলের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর। এ ঘটনায় কলকাতার শিয়ালদহ আদালতের এসডিজেএমের নির্দেশে তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নারী কর্মচারীদের সম্মান জানাতে শুক্রবার অর্ধদিবস নারীদের হাতে রেল পরিচালনার দায়িত্ব তুলে দেয় রেল মন্ত্রণালয়। আর তখনই শ্লীলতাহানির শিকার হন ওই নারী পুলিশ কনস্টেবল।

‘নারী দিবসে’ নারীর অসম্মানের এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন শিয়ালদহ আরপিএফের সিনিয়র কমান্ড্যান্ট এ ইব্রাহিম শেরিফ। তার ভাষ্য, ‘নারী কর্মীদের সঙ্গে এমন আচরণ বরদাস্ত করা হবে না। সুরক্ষার জন্য নারী আরপিএফ, কিন্তু তাদেরও নিরাপত্তা জরুরি।’

রেলওয়ে পুলিশের নারী দলের এক কনস্টেবল নারকেলডাঙা থানায় ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন। পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয়। এরপর আদালত অভিযুক্তকে ১৪ দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রেলওয়ে পুলিশের এক নারী কনস্টেবল অরূপের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এফআইআর করেন। এর পরেই পুলিশ শিয়ালদহ আরপিএফ কন্ট্রোলের ইন্সপেক্টর অরূপের বিরুদ্ধে তদন্তে নামে। বিভাগীয়ভাবে তদন্ত শুরু করে আরপিএফও।

Bootstrap Image Preview