Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার পাখির ধাক্কায় ভেঙে গেল ভারতের যুদ্ধবিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৭:৫৬ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকেলে রাজস্থানের বিকানের কাছে বিমানটি ভেঙে পড়ে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিকানের এসপি প্রদীপ মোহন শর্মা পিটিআইকে বলেন, শহরের ১২ কিলোমিটার দূরে শোবাসর কি ধনি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়েক দিন আগে পাকিস্তান সীমান্তে ভারতের এমন একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাকিস্তান সেনাবাহিনী বিমানটি ভূপাতিত করে। ওই ঘটনার আগে-পরে দেশটিতে আরো কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ভারতীয় এয়ার ফোর্স বিবৃতিতে জানিয়েছে, রুটিন অনুসারে বিমানটি মহড়া দিতে আকাশে ওঠার চেষ্টা করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview