Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসিকে ফিরিয়ে ভেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবশেষে আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। চলতি মাসের শেষদিকে হতে যাওয়া ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এ স্কোয়াডে রয়েছেন ছোট ম্যাজিসিয়ান। বৃহস্পতিবার আর্জেন্টিনার নতুন স্কোয়াডে মেসির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)

ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), গনসালো মনতিয়েল (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্তিনেস (ডিফেন্সা হুস্তিসিয়া)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আনহেল দি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), দোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেসে)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট), গনসালো মার্তিনেস (আতালান্তা ইউনাইটেড)

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেওয়ার পর জাতীয় দল থেকে সাময়িক অবসর নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। এরপর বেশ কয়েকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেলেও সেগুলো গুঞ্জনই থেকে গেছে। এবার অবশ্য সে সুযোগ নেই। এবার স্কোয়াডে তার নাম আসায় আর্জেন্টিনাভক্তদের সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

গত জানুয়ারিতে মেসির ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। আর এবার সোজা স্কোয়াডে তার নাম যুক্ত করেই মুখ খুললেন। বিশ্বকাপের ধাক্কা সামলে উঠেছেন মেসি তাও জানালেন স্কালোনি, 'বিশ্বকাপে যা হয়েছে তা আমাদের জন্য বড় ধাক্কা, মেসির ক্ষেত্রেও তাই। তবে এখন সে ফিরতে চায়।'

৬৫ গোল নিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক মেসি। কিন্তু প্রায়ই দলের ব্যর্থতার দায় তার ওপর চাপানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ বার্সেলোনার হয়ে তিনি যতটা নিবেদিত, জাতীয় দলের হয়ে ততটা নন। স্কালোনি ঘোষিত স্কোয়াডে চার গোলরক্ষক রাখা হয়েছে।

তবে দলে জায়গা হয়নি তিন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও মাউরো ইকার্দির। বিশ্বকাপের আগে হাঁটুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার মানুয়েল লানসিনি প্রায় নয় মাস পর দলে ডাক পেয়েছেন।

মেসির প্রত্যাবর্তন নিয়ে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ স্কালোনি বলেন, তাকে ডাকা হয়েছে। ওকে একটি না দুটি ম্যাচ খেলানো হবে-এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। ও বার্সেলোনার হয়ে অনেক ম্যাচ খেলছে। মৌসুমের এসময়ে ফুটবলাররা ক্লান্ত থাকে। আন্তর্জাতিক খেলা থেকে বিরত থাকে। ক্লাবের খেলা বাদে বাকি সময় বিশ্রাম নেয়। এরপরও পাঁচবারের বর্ষসেরা ফুটবলার আসতে চেয়েছে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ খেললে সে কতক্ষণ খেলবে এ বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। অন্য কেউ নয়। তবে আমি এখনও জানি না।

রাশিয়া বিশ্বকাপটা যাচ্ছেতাই গেছে আলবিসেলেস্তেদের। শেষ ষোলো থেকে ছিটকে যায় তারা। একা কাঁধেও দলকে টানতে পারেননি মেসি। অথচ খাদের কিনারা থেকে বার্সাকে টেনে তোলেন হরহামেশা। অনেকেই তার ঘাড়েই দোষ চাপান। তবে ধারণা করা হয়, সতীর্থদের বাজে পারফরম্যান্সের কারণে চরম ভরাডুবি ঘটায় রাগে-ক্ষোভে দূরে ছিলেন ফুটবল জাদুকর।

স্কালোনি বলেন, বিশ্বকাপে যা হয়েছে তা আমাদের জন্য বিশাল ধাক্কা। মেসির জন্যও তাই। তবে এখন সে ফিরতে মরিয়া। দলকে সর্বোচ্চটা দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আরও একবার জাতীয় দলকে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতানোর চেষ্টা করতে চায় ও।

২০১৪-১৬ সালের মধ্যে তিনবার আর্জেন্টিনাকে বড় টুর্নামেন্টের ফাইনালে তোলেন খুদে জাদুকর। এর মধ্যে একবার বিশ্বকাপ এবং দু’বার কোপা আমেরিকায়। প্রতিবারই স্বপ্ন-আশা ভঙ্গ হয় তার। ফুটবলের বৈশ্বিক আসরে জার্মানি এবং মহাদেশীয় সেরার লড়াইয়ে চিলির কাছে হেরে যায় আকাশি-সাদা জার্সিধারীরা।

আর্জেন্টিনা কোচ বলেন, অবশ্যই আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। কিন্তু যেকোনো কারণেই হোক আমরা ভালো করতে পারিনি। আমাদের সে তিনটি ফাইনালে তুলেছে। শিরোপার খুব কাছাকাছি নিয়ে গেছে। জয় ও হারের মাঝে সুক্ষ্ম পার্থক্য আছে। আমার মনে হয়, আমরা তার সর্বোচ্চটা কাজে লাগিয়েছি। আর্জেন্টিনা একটা ম্যাচ জিতলেই গল্পটা ভিন্ন হতো।

ক্লাব পর্যায়ে সব শিরোপাই জিতেছেন মেসি। বার্সেলোনার হয়ে ঝুলিতে আছে ৯টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য মুকুট। তবে আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি বগলদাবা করতে পারেননি ফুটবলের বরপুত্র।

Bootstrap Image Preview