Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অঘোষিত অবসর ভেঙে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


দীর্ঘ আট মাসের অঘোষিত অবসর কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। বুধবার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ঘোষিত দলে রাখা হয়েছে বার্সার হয়ে একাধিক রেকর্ডর মালিক এই তারকা ফুটবলারকে। 

২০১৮ সালে জার্মানির কাছে ৪-৩ গোলে হারার পর আর্জেন্টিনার জার্সিটাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এরপর থেকে তাকে নিয়ে জল্পনা শুরু। গত জানুয়ারিতে মেসির ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তার সেই ইঙ্গিত এবার সত্য হয়ে দাঁড়ালো।

চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য  ৩১ সদস্যের প্রাথমিক দলে ঘোষণা করছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। এই স্কোয়াডে ৩০ বছর বয়সী মেসির নাম যুক্ত করা হয়েছে।  তবে দুটি ম্যাচের একটি অংশ নেবেন মেসি। 

মেসিকে অন্তর্ভূক্তির ব্যাপারে স্কালোনি বলেন, মেসিকে দলে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। মেসি আসতে চেয়েছে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। মেসি কতখানি খেলবে সে বিষয়ে আমি সিদ্ধান্ত নিব, অন্য কেউ নয়। 

আগামী ২২ মার্চ অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্কালোনি ঘোষিত স্কোয়াডে চার গোলরক্ষক রাখা হয়েছে। তবে দলে জায়গা হয়নি তিন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও মাউরো ইকার্দির।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)

ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), গনসালো মনতিয়েল (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্তিনেস (ডিফেন্সা হুস্তিসিয়া)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আনহেল দি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), দোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেসে)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট), গনসালো মার্তিনেস (আতালান্তা ইউনাইটেড)

Bootstrap Image Preview