Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদী সরকার চোরের সরকার: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মোদী সরকার চোরের সরকার, মোদী-শাহর দোকান দিয়ে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নারী দিবসে কলকাতায় মিছিল শেষে রাফাল নথি চুরি প্রসঙ্গে তিনি বলেন, রাফাল নথি চুরি হয়ে যায়। আগলে রাখতে পারেন না। দেশের নিরাপত্তা রক্ষা করবেন কীভাবে? দেশের আভ্যন্তরীন নথি চুরি হয়নি তো? আপনি তো দেশকে চুরি করেছেন। যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন দেখবেন দেশের সব টাকা নিয়ে কোথায় পালিয়ে গিয়েছে। চোরেদের সরকার, ডাকাতদের সরকার।

মোদীকে ইঙ্গেত করে মমতা বলেন, ৫ বছর হয়ে গেল, জঙ্গিদের কথা মনে পড়ল না। নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই। তাই এখন মিসাইল দেখাচ্ছে। যুদ্ধ-যুদ্ধ খেলছে। জঙ্গি দমন করা হবে বলে নোটবন্দি করেছিলেন। মোদী আমলে ২৬০ শতাংশ সন্ত্রাস বেড়েছে। 

তিনি বলেন করেন, নতুন সরকার এলে উগ্রপন্থীদের দমন করা হবে। কাশ্মীরে শান্তি ফেরাবে নতুন সরকার। আজ আমরা শপথ নিলাম।

মোদী-শাহকে কটাক্ষের কলকাতার ধর্মতলায় মমতা বলেন, নরেন্দ্র মোদী একটা দোকান খুলেছে, আর অমিত শাহ একটা দোকান খুলেছে। কিন্তু, আপনাদের দোকান দিয়ে সরকার চালানো যাবে না। আগামী দিনের সরকার, জনগণের সরকার। 

তৃণমূল এই নেত্রী বলেন, কাজ করেন না, শুধু প্রচার। আগে তো খেতে পেত না। এখন কর্মীদের কোটি কোটি টাকার বাইক কিনে দিচ্ছে। ভোটে খরচ করা হচ্ছে। কোথা থেকে পান এত টাকা? সব জনগণের টাকা, রাফালের টাকা।

কাশ্মিরের পুলওয়ামার হামলা প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, কেন উরি হল? কেন পাঠানকোট হল? কেন পুলওয়ামা হল? আগাম গোয়েন্দা তথ্য তো ছিল, তাহলেও কেন হামলা হল? কেন এতজন জওয়ানের প্রাণ গেল? মোদী আমলে সন্ত্রাস বেড়ে গিয়েছে। গোটা দেশকে শেষ করে দিয়েছে।

নারী দিবসে মিছিল শেষে মমতা বলেন, সারা দেশে দলিতদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এ ঘটনায় ধিক্কার জানাচ্ছি আমরা। 

মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলে অনেকে বলেন, সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চাই। আমরাই একমাত্র দল, যাদের ৩৫ শতাংশ সদস্য রয়েছে। আগামী দিনে এই সংখ্যা যাতে আরও বাড়ে, সেই চেষ্টা করব। আমাদের এখানে পঞ্চায়েত-পুরসভায় ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য।

Bootstrap Image Preview