Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষেধাজ্ঞা শেষ, পাকিস্তানের বিপক্ষে অবহেলিত স্মিথ-ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:৫৫ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিরুদ্ধে আগামী একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলে নেওয়া হল না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। বল বিকৃতি কেলেঙ্কারির ঘটনায় নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলতে বাধা ছিল না। কিন্তু সিরিজে দুই ক্রিকেটারকে অজি স্কোয়াডে রাখা হল না।

২৩ মার্চ শারজায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে খেলা ১৫ জনকেই দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী ২৮ মার্চ নির্বাসনের মেয়াদা শেষ হওয়া স্মিথ ওয়ার্নার ২৯ ও ৩১ মার্চ চতুর্থ ও পঞ্চম একদিনের ম্যাচে খেলার সুযোগ থাকা সত্বেও তাদের দলে অন্তভুক্ত করল না ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচক ট্রেভর হর্নস বলেছেন, '‌ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলে দুই ক্রিকেটারের পারফরম্যান্স দেখবে। তারপরেই বিশ্বকাপ কিংবা অ্যাশেজের দলে স্মিথ এবং ওয়ার্নারকে রাখার কথা ভাবা হবে।'‌

এদিকে অস্ট্রেলিয়ার ঘোষিত দলে চোটের জন্য মিচেল স্টার্ককেও সুযোগ দেওয়া হয়নি। ভারতের বিরুদ্ধে সিরিজেও স্টার্ক নেই। তবে নির্বাচক হর্নসের আশা বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন স্টার্ক। অবশ্য কেন রিচার্ডসনকে পাকিস্তানের বিরুদ্ধে দলে রাখা হয়েছে। 

২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে দ্বাদশ আসরে স্মিথ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। অন্যদিকে ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নারের দলেই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

Bootstrap Image Preview