Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অযোধ্যা মামলায় মধ্যস্থতার পক্ষে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যস্থতার পথেই রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার  মধ্যস্থতাকারী হিসাবে তিন সদস্যের একটি প্যানেল তৈরি করে দিয়েছেন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইব্রাহিম খলিফুল্লার নেতৃত্বাধীন ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রীশ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। চার সপ্তাহের মধ্যে মধ্যস্থতার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, বাবর কী করেছিলেন, তা এখন আর পাল্টানো যাবে না। সে সময় মন্দির ছিল না মসজিদ, তা-ও এখন বদলানো সম্ভব নয়।

কারণ অতীতের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। তবে মস্তিষ্ক ও মনের ক্ষতে মলম দেওয়া সম্ভব।

ভারতের সুপ্রিম কোর্ট মনে করছে, ৭০ বছরের পুরনো অযোধ্যা জমি বিতর্কের সমাধান একমাত্র মধ্যস্থতাকারী প্যানেলের দ্বারাই সম্ভব হতে পারে।

গত বুধবারের শুনানিতে এই মামলায় মধ্যস্থতার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই প্রস্তাবে আপত্তি জানান হিন্দু মহাসভার আইনজীবী।

তিনি জানান, এই মামলার সঙ্গে লাখ লাখ মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে। তাই মধ্যস্থতার প্রস্তাব মানুষ মানবে না। এর উত্তরে বিচারপতি এস এ বোবদে বলেন, আপনারা তো আগে থেকেই ভেবে বসে আছেন মধ্যস্থতার প্রক্রিয়া ব্যর্থ হবে। আগে থেকে বিচার করে নেওয়া ঠিক নয়।

বিচারপতি বোবদে বলেন, আমরা এই মামলার গুরুত্ব বুঝি, এটা শুধুমাত্র কোনও জমি-বিবাদ নয়, এটা ধর্মীয় ভাবাবেগ ও বিশ্বাসের বিষয়।

সুন্নী ওয়াকফ বোর্ডের তরফে আইনজীবী রাজীব ধবন বলেন, মুসলিম সংগঠনগুলি মধ্যস্থতায় রাজি। তাছাড়া, সর্বোচ্চ আদালত যদি মধ্যস্থতা চায়, সেক্ষেত্রে সব পক্ষের সম্মতি ছাড়াও সেই নির্দেশ আদালত দিতে পারে।

Bootstrap Image Preview