Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশ পেল দ্বাদশ আইপিএলের থিম সং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


আইপিএল শুরু হতে বাকি মাত্র আড়াই সপ্তাহের মতো সময়। ‘গেম বানায়েগা নেম’ এই শ্লোগানেই আইপিল দ্বাদশ আসেরের নতুন থিম সং প্রকাশ করল আয়োজক কমিটি। এর মধ্যে দিয়ে আইপিএল নতুন আসরের প্রচারনা শুরু হলো। 

বৃহস্পতিবার আইপিএল নতুন থম সং প্রকাশ করে আইপিএল আয়োজক কমিটি। ঠিম সং চিত্রায়িত করতে প্রথমবারের মতো অংশ নিয়েছেন আট দলের প্রতিনিধিকে। নিজ নিজ দলের জার্সি পরে এ ভিডিওতে অংশ নিয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাত, রিশাভ প্যান্ট এবং রশিদ খান।

আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএলের দ্বাদশ আসর। যেখানে প্রথম পর্বের ১৪ দিনের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। তবে ভারতের লোকসভা নির্বাচনের দিন তারিখ ঠিক না হওয়া আইপিএলের পুরো সূচি ঘোষণা করা হয়নি। তবে আসন্ন আইপিএল আসরের প্রচারণার অংশ হিসেব প্রকাশ করা হলো থিম সং। 

বাংলাসহ মোট ৭টি ভিন্ন ভিন্ন ভাষায় করা হয়েছে থিম সংয়ের শর্ট ফিল্ম তথা ভিডিওটি। টিভি, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মে হিন্দি, তামিল, কান্নারা, মালায়লাম, তেলেগু, বাংলা এবং মারাঠি ভাষায় পাওয়া যাবে এ থিম সংটি।

Bootstrap Image Preview