Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫১ কিলোমিটার গতিতে বল করা কে এই হাসনাইন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


২০১১ সালে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শোয়েব আকতার। বল হাতে গতির হিসাবে তার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পায়নি পাকিস্তান। এমননি পায়নি বিশ্ব ক্রিকেটও। তবে অবশেষে পাকিস্তানসহ বিশ্ব ক্রিকেটের সেই আক্ষেপ হয়তো ঘুচল।

চলতি পাকিস্তান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। এই আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন ১৮ বছর বয়সী বোলিং বিস্ময় বালক। নাম তার মোহাম্মদ হাসনাইন। যিনি এর মধ্যেই ঘন্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এরই মধ্যে চার ম্যাচে শিকার ৫ উইকেট করেছেন।

 উইকেট কম পেলেও বিদ্যুৎগতি, নিখুঁত লাইন-লেন্থ, সর্পিল সুইং, স্লোয়ার, ভয়ংকর বাউন্সার, ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার মারার সক্ষমতা দেখিয়েছেন তিনি। নিয়মিত ১৪৫ এর বেশি গতিতে বল করতে সক্ষম। এজন্য তাকে দ্বিতীয় শোয়েব আকতার বলে মনে করা হচ্ছে। 

পিএসএলে এখনও পর্যন্ত ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি জোরে কেউ বোলিং করতে পারেননি। তবে ১৫১ গতি তোলা হাসনাইনের গতিতে মুগ্ধ শোয়েব মালিক। উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বোলিং করতে পারছেন বলে মনে করেন শোয়েব মালিক। 

Bootstrap Image Preview