Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০ পাকিস্তানিকে নাগরিকত্ব দিলো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ৪০ পাকিস্তানিকে নিজ দেশের নাগরিকত্ব দিয়েছে ভারত। এরা বহু আগেই ভারতে স্থানান্তরিত হয়েছিল।

বৃহস্পতিবার মহারাষ্ট্র প্রদেশে পুনে জেলা প্রশাসন তাদেরকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়। ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে প্রতিবেদন করেছে।

পুনের জেলা প্রশাসক নাভাল কিশোর রামের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন।৪৫জনকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে পাকিস্তানের ৪০ জন। বাকিরা আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা।

প্রতিবেদনে আরও বলা হয়, আবেদনকারীদের কেউ কেউ ৪০ বছর আগে ভারতে প্রবেশ করে। তাদের আবেদন ঝুলে ছিল।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।

এ ঘটনার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হন বলে দাবি করেছে দেশটি।

এখানেই থেমে নেই, গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

ঘটনাপ্রবাহে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি হন দেশটির এক পাইলট। আর পাকিস্তান হারায় একটি যুদ্ধবিমান। পরে নানা নাটকীয়তার পর গত শুক্রবার তাকে মুক্তি দেয় ইমরান খানের পাকিস্তান।

Bootstrap Image Preview