Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেনে নিন ভারতীয় ক্রিকেটারদের নতুন বেতনের তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার রাতে বিসিসিআই বার্ষিক চুক্তি প্রকাশ করেছে। নতুন প্রকাশিত তালিকায় বড় লাফ দিয়েছেন ঋষভ পান্ত। তবে তালিকায় নিচে নেমে গেছেন শিখর ধবন ও পেসার ভুবনেশ্বর কুমার।

কেন্দ্রীয় তালিকায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগড়তে জায়গা করে নিয়েছেন। যেখান ক্রিকেটারদের বার্ষিক বেতন ৫ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে তার এই উন্নতি। পন্তের পাশাপাশি বি গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নতি করলেন মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা৷৷ 

‘এ’ বিভাগে অন্য যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, ধোনি, ধাওয়ান, ভুবনেশ্বর, মোহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে।

এদিকে ভারতীয় তালিকায় অভিজাত ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, একদিনের দলের সহ অধিনায়ক রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ। তারা প্রত্যেকেই বার্ষিক সাত কোটি টাকা বেতন পারেন। 

অন্যদিকে টিভি বিতর্কে নাম জড়ানো দুই ক্রিকেটার হার্দিক-রাহুলের বোর্ডের বার্ষিক চুক্তিতে কোনও বদল হয়নি৷ দুই ক্রিকেটারই বার্ষিক তিন কোটির চুক্তিতে বি গ্রেডেই রইলেন৷ এই বিভাগে রয়েছেন যজুবেন্দ্র চাহল ও উমেশ যাদবও।

‘সি’ বিভাগ খেলোয়াড়দের বার্ষিক চুক্তি ১ কোটি টাকার। এই বিভাগে রয়েছেন দীনেশ কার্তিক, অম্বাতি রায়ডু, মণীষ পান্ডে, হনুমা বিহারী, খলিল আহমেদ, কেদার যাদব এবং ঋদ্ধিমান সাহা।

Bootstrap Image Preview