Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হারের জন্য ম্যাচ রেফারিকে গালাগাল নেইমারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


তিনি দিব্যি গা ভাসিয়ে ছিলেন রিও কার্নিভালে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটার জন্যই তাঁকে ডেকে পাঠিয়ে ছিলেন পিএসজি কর্তারা। বুধবার প্যারিসের মাঠে বসে সেই নেইমার মোটেই মেনে নিতে পারেননি শেষ মুহূর্তে তাঁর টিমের হার।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুরো রাগটাই গিয়ে পড়েছে রেফারি ও ভিএআরের উপর। ম্যাচ শেষ হতেই নেইমার চলে গিয়েছিলেন টানেলে, ম্যাচ অফিসিয়ালদের অফিসের দিকে। রেফারি দারিও স্কোমিনার উদ্দেশে চিৎকার করতে করতে যাওয়ার সময় পিএসজির কর্তারা তাঁকে আটকে রাখেন।

পরে ইন্সটাগ্রামে নেইমারের মন্তব্য, 'এটা কলঙ্ক। চারজন ফুটবল না জানা লোককে ভিএআর-এর রিপ্লে দেখতে বসানো হয়েছে। এটা মোটেই পেনাল্টি নয়। এটা কীভাবে পেনাল্টি হয়! বল তো লেগেছে পিঠে।' এরপর রেফারির উদ্দেশ্য যা লিখেছেন, তা ছাপার অযোগ্য।

ম্যাচ শেষে টানেলে উচ্ছ্বাস করে গিয়েছেন ইউনাইটেডের প্রাক্তন পাত্রিস এভ্রা ও কর্তারা। যা নিয়ে বেশ অখুশি টুচেল। পিএসজি প্রেসিডেন্ট নাসের এল খেলাইফি আবার রাগে একটি দরজাই ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের।

Bootstrap Image Preview