Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিন্ন ভিন্ন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি-ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিপক্ষে আর ধোনির ঘরের মাঠ রাচিতে সিরিজের তৃতীয় ‍ওয়ানডেতে মাঠে নামছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এই ম্যাচে ভিন্ন ভিন্ন রেকর্ডর সামনে দাঁড়িয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। 

এই ম্যাচটাই কি ধোনির ঘরের মাঠ রাচিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে নিয়ে জল্পনা চলছেই। তবে এই ম্যাচের নতুন একটি মাইলফলকের মাসনে দাঁড়িয়ে আছেন ধোনি। আর মাত্র ৩৩ রান করলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। তার আগে শচীন টেন্ডুলকার (৩৪,৩৫৭), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫), রাহুল দ্রাবিড় (২৪,২০৮), বীরেন্দ্র শেহওয়াগ (১৭,২৫৩) এবং বিরাট কোহলির (১৯,৪৫৩) এই এলিট ক্লাবের সদস্য হয়েছেন।

এদিকে আজকের ম্যাচে কোহলির প্রয়োজন মাত্র ২৭ রান। তাহলেই ওয়ানডেতে তিনি অধিনায়ক হিসেবে ৪ রান আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করবেন। বিশ্ব ক্রিকেটে যা মাত্র ১১ জন ক্রিকেটার করেছেন। শুক্রবার বিরাটের কাছে সুযোগ সেই দলে ১২ নম্বর সদস্য হিসেবে নাম লেখানোর। প্রসঙ্গত, নাগপুরে অজিদের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। 

Bootstrap Image Preview