Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থাই তরুণীকে বিয়ে করতে রাজি হলেই মিলবে ৩ লাখ ডলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৯:২৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


থাইল্যান্ডের অন্যতম ধনকুবেরের মেয়েকে বিয়ে করতে রাজি হলেই পাত্র পাবেন ১০ লাখ থাই বাথ যা পাউন্ডে ২ লাখ ৪০ হাজারে দাঁড়ায়। আর মার্কিন ডলারে যার মূল ৩ লাখ ডলার। খবর ডেইলি মেইল।

২৬ বছর বয়সী মেয়ে কার্নসিতাকে বিয়ে দেবেন বাবা আরনন রদথংয়। তাই খোঁজা হচ্ছে ভালো ছেলে। যে হবে পরিশ্রমী। আর এমন ছেলে পেলেই তার হাতে সম্পত্তি তুলে দেবেন বাবা।

পত্রিকাটির এক প্রতিবদেনে বলা হয়, চুমফুন প্রদেশে ধনকুবের আরনন রদথংয়। মেয়ে কার্নসিতার বিয়ের জন্য খুঁজছেন ভালো পাত্র। মেয়েকে বিবাহ করতে রাজি হওয়া ছেলেকে তিনি ১০ লাখ থাই বাথ (২ লাখ ৪০ হাজার পাউন্ড) যা ডলারে ৩ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

মেয়ের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই মেয়ের জামাইকে এ অর্থ দেবেন তিনি।

মেয়ে কার্নসিতা ইংরেজি জানেন। তিনি বাবার কৃষিখামারের কাজে সাহায্য করেন। তবে পাত্রের যোগ্যতা নিয়ে তিনি বলেছেন, যে ছেলে মেয়েকে বিয়ে করতে চাইবে, তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আর তার মেয়েকে সুখে রাখতে হবে।

প্রতিবেদনে বলা হয়, আরনন রদথং মূল্যবান দুরিয়ান ফলের একটি খামারের মালিক। দক্ষিণাঞ্চলীয় থাইল্যান্ডের চুমফন প্রদেশে তার ফলের বাগান। মেয়ে কার্নসিতা ব্যবসায়ও বাবাকে সহায়তা করেন।

কঠোর পরিশ্রমী কেউ আমার ব্যবসার হাল ধরুক উল্লেখ করে রথদং বলেন, ব্যবসায়কে আরও সামনের দিকে নিয়ে যাক। যে ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইবে, আমি মনে করি না তাকে স্নাতক ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি করা ব্যক্তি হতে হবে।

তিনি বলেন, আমি জামাই হিসেবে একজন কঠোর পরিশ্রমী ছেলে চাই। এটাই চাওয়া আর কিছুই না।

অন্য সন্তানদের সম্পত্তি দেবেন না। বরং জামাইকে সম্পত্তি দেওয়ার কথা উল্লেখ করে তিনি রদথং বলেন, যত শিগগিরই মেয়ের জামাই পাব তত তাড়াতাড়ি তার হাতে আমার সম্পদ তুলে দিতে চাই।

কার্নসিতা ইংরেজি ও চীনা ভাষায় কথা বলায় পারদর্শী। কার্নসিতার কখনোই প্রেম করেননি।

Bootstrap Image Preview