Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেসিন রিজার্ভে প্রথম দিনে দাপট দেখালো বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৯:২৫ AM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৯:২৫ AM

bdmorning Image Preview


বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিন। বৃষ্টির কারণে টস করতেই মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। প্রথম দিনের খেলা না হওয়ায় শনিবার দ্বিতীয় আধা ঘন্টা এগিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। 

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। স্থানীয় সময় বেলা ৩.০০টা এবং বাংলাদেশ সময় সকাল ৮.০০টায় আজকের দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেণ দুই আম্পায়ার পল রেইফেল এবং রুচিরা পাল্লিয়াগুরুগে।

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের বিপক্ষে একদিন হাতে রেখে ইনিংস ও ৫২ রানে জয় পায় কিউইরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

Bootstrap Image Preview