Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালিয়েছিলো পাকিস্তান: পারভেজ মোশাররফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তাঁর সময়কালে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতে হামলার জন্য জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদকে ব্যবহার করেছিল। পাকিস্তানের হাম নিউজের সাংবাদিক নদিম মালিককে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তবে জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে স্বাগত জানান মোশাররফ। পাশাপাশি বলেন, ২০০৩-এর ডিসেম্বরে তাঁকে দুবার হত্যার চেষ্টা করেছিল তারা। এ নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয় পাক সাংবাদিকের ফেসবুক ও ট্যুইটারের পেজে।

তাঁর সময়কালে (১৯৯৯-২০০৮) কেন তিনি সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেননি, প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট মোশাররফ বলেন, সেই সময়টা ছিল ‘অন্যরকম’। একে অপরের ওপর গুপ্ত হামলা চালাতো, সেই কাজে নিযুক্ত ছিল তাঁর দেশেরই গোয়েন্দা সংস্থা।

তিনি বলেন, এত কিছু সত্ত্বেও, জইশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় নি। তিনিও কোনও উদ্যোগ নেন নি।

ভারতে একাধিকবার হামলার অভিযোগ উঠেছে মাসুদ আজাহারের সংগঠন জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনারও দায় স্বীকার করেছে সংগঠনটি।

Bootstrap Image Preview