Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে বাংলাদেশ ফোরামের বর্ণাঢ্য আয়োজন

হাসান বখস, কাতার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কাতার-২০১৯ পালন করবে বাংলাদেশ ফোরাম কাতার।

এ লক্ষ্যে কাতারের শিক্ষা ও সংস্কৃতি এবং পর্যটন নগরী 'কাতারা' কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নানা ধরণের অনুষ্ঠানমালা চূড়ান্ত করেছে সংগঠনটি। ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানমালার মধ্যে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী, বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ছবি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

বাংলাধেশ ফোরাম কাতার সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ মার্চ দু'দফা দেখানো হবে বাংলাদেশি চলচ্চিত্র 'আয়নাবাজি'। কাতারায় ড্রামা থিয়েটারে এই সিনেমাটি দেখানো হবে ২৫ রিয়াল মূল্যের টিকেটের বিনিময়ে। এ দু'দিন বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা এবং সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেখানো হবে আয়নাবাজি। এর ফলে দীর্ঘদিন পর বিদেশের মাটিতে বসে বাংলাদেশি চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন কাতারপ্রবাসীরা।

এই আয়োজনের পাশাপাশি কাতার ও বাংলাদেশের ঐতিহ্য ধারণ করে তোলা ছবি প্রতিযোগিতারও আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম কাতার। এই প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন প্রতিযোগীর জন্য পুরস্কার রয়েছে। আর সেরা ২০টি ছবি কাতারায় প্রদর্শিত হবে ২৩-২৫ মার্চ। প্রতিযোগীদের ছবি জমা দেওয়ার শেষ দিন ১০ মার্চ।

কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ মার্চ। এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় সেরা ২০জন ২৩ মার্চ কাতারায় একটি চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এই কর্মশালা পরিচালনা করবেন কালিদাস কর্মকার। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ তারিখ ২০ মার্চ।

বাংলাদেশ ফেস্টিভ্যাল কাতারের আয়োজনে আরও থাকছে বাংলাদেশি খাবার উৎসব। এটি অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত। একই সময়ে বাংলাদেশি চিত্রকর্মও প্রদর্শিত হবে কাতারায়।

বাংলাদেশ ফোরাম কাতারের প্রেসিডেন্ট ইফতেখার আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং কাতারের নাগরিক ও এদেশে বসবাসরত বিদেশিদের সামনে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফোরাম কাতার। কাতারা ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাস এই আয়োজনে আমাদের সহযোগী হওয়ায় আমরা আনন্দিত।

বাংলাদেশ ফোরাম কাতারের এমন বৈচিত্রময় আয়োজনকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
 

Bootstrap Image Preview