Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ফেরত আসছে পাকিস্তানি রাষ্ট্রদূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমে আসায় ভারতে নিজেদের দূতকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, আমাদের হাইকমিশনারকে নয়াদিল্লিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, যা একটি ইতিবাচক উন্নতি।

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের একটি প্রতিনিধিদল কার্তারপুর করিডর নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি সফরের জন্য প্রস্তুত।

ওই করিডর দিয়ে ভারতের শিখ সম্প্রদায়ের লোকেরা কোনো ভিসা ছাড়াই পাকিস্তানের কার্তারপুরের গুরুদুয়ারা পরিদর্শনে যান।

এ ছাড়া দুই দেশের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীন, রাশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪৪ সদস্য নিহত হন। এর পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাপ ছড়াতে থাকে।

Bootstrap Image Preview