Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬ ধাপ এগিয়ে বিশ্বের ১৩ তম ধনী আম্বানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ছয় ধাপ এগিয়ে বিশ্বের ১৩ তম ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানী। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, বিশ্বের ১০০ জন ধনী ব্যক্তির মধ্যে ১৩ তম অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

বিশ্বের শীর্ষ ১০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। আগের বছরের তুলনায় সম্পদ বেড়ে ছয় ধাপ এগিয়েছেন মুকেশ আম্বানি। ২০১৮ সালে তিনি ছিলেন বিশ্বের ১৯ তম ধনী ব্যক্তি। সে সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার। কিন্তু গত বছরের তুলনায় তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০ বিলিয়ন ডলার।

বিশ্বের সেরা ১০০ জন ধনকুবেরের তালিকায় মুকেশ আম্বানি ছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছেন আজিম প্রেমজি। তার অবস্থান ৩৬ তম, এইচসিএলের কর্ণধার শিব নদরের স্থান ৮২ তম এবং আর্সেলর মিত্তলের চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল রয়েছেন ৯১ তম স্থানে।

Bootstrap Image Preview