Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়ালে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন জিদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:১২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:১২ PM

bdmorning Image Preview


বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এক সপ্তাহের মধ্যে তিনটি টুর্নামেন্টে হারের সম্মুখীন হয়েছে তারা। ফলে চলতি মৌসুমে যে ট্রফি জেতার তেমন কোনো সম্ভাবনা নেই, তা খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই এক প্রকার নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পরই স্যান্তিয়াগো সোলারির ছাঁটাই একপ্রকার নিশ্চিত। গেল অক্টোবরে হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারিকে নিয়োগ দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। শুরুতে কিছুটা সাফল্য পেলেও বার্সেলোনার কাছে টানা দুই হারের পর তাকে বরখাস্ত করার পথটা প্রশস্থ করেছে। আয়াক্সের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত তিন বারের চ্যাম্পিয়নরা।

রিয়ালের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলেই চিহ্নিত করা হচ্ছে এই মৌসুমে।চ্যাম্পিয়ন্স লিগ, কোপা-দেল-রে থেকে ছিটকে গিয়েছে রিয়াল। লা লিগাতেও খেতাব জয়ের সম্ভবনা নেই বললেই চলে। মৌসুমের বাকি সময়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে।

এই অবস্থা থেকে উদ্ধারকর্তা হিসেবে জিদানই সমাধান বলছেন রিয়ালভক্তরা। তবে রিয়াল সমর্থদের জন্য সুখের খবর আবারো নাকি রিয়াল ফিরতি সম্মতি জানিয়েছেন জিনেদিন জিদান। 

স্প্যানিশ সংবাদ সংস্থা লা সেক্সতা-র দাবি, নতুন মৌসুমে ফের মাদ্রিদে আসতে রাজি ফরাসি কোচ! কিন্তু রিয়াল চায় চলতি মৌসুমে বাকি সময় থেকেই দায়িত্ব নিন জিনেদিন জিদান।

Bootstrap Image Preview