Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চায়েতের মাধ্যেমে নিষ্পত্তি হতে যাচ্ছে বাবরি মসজিদ মামলা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview


বহুল আলোচিত বাবরি মসজিদ ও রাম জন্মভূমি ইস্যুতে দায়েরকৃত মামলার নিষ্পত্তির জন্য ভারতীয় সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারীর সন্ধান করছে। জটিল এ বিরোধ মীমাংশায় করনীয় হিসাবে সব পক্ষের লোক দ্বারা গঠিত পঞ্চায়েতের মাধ্যমে এ মামলা নিষ্পত্তি করতে আগ্রহ প্রকাশ করেছে আদালত।

বুধবার (৬ মার্চ) ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চ বিরোধ নিষ্পত্তিতে ‘মধ্যস্থতাকারী প্রস্তাবের’ এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

উভয় পক্ষের উপস্থিতে এ দিন তাদের পক্ষ থেকে বিরোধ মীমাংশায় মধ্যস্থতাকারীর নাম প্রস্তাব করার আহ্বান করা হবে। প্রস্তাবিত নাম থেকে প্রধান বিচারপতির বেঞ্চ মধ্যস্থতাকারী পঞ্চায়েতের নাম চূড়ান্ত করবেন।

ধারণা করা হচ্ছে, বিবাদমান অতি আলোচিত এই মামলা উভয় পক্ষের মাঝ থেকে উত্তেজনা কমিয়ে তা নিষ্পত্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এ প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জুরিদের মাঝে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও অন্যরা হলেন- বিচারপতি এ এস বোদড়ে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির।

ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া, রাম লালা বিরাজমান, অখিল ভারত হিন্দু মহাসভা এবং মহন্ত সুরেশ দাস এই ৫ টি দলের মাঝে উক্ত প্রস্তাবনা কার্যকরের দ্বারা সমোঝতার চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview