Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, নিজের স্বার্থে যা করার তাই করব: ইমরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে উত্তেজনা কমেছে, হুমকি কমেনি।

গতকাল বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর এক সভায় তিনি এ কথা বলেন।

ওই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ কারণে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।

ইমরান খান জানান, কারো চাপে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়নি। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, নিজের স্বার্থে যা করার তাই করবে পাকিস্তান।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।

এ ঘটনার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান। তখনই পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চলমান থাকা অবস্থাতেই গত ১ মার্চ আটক পাইলট অভিনন্দনকে মুক্তি দেয় ইসলামাবাদ।

Bootstrap Image Preview