Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেঁচে আছেন মাসুদ আজহার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে ভারতের এয়ার স্ট্রাইকের পর ধারণা করা হচ্ছিল মাসুদ আজহার মারা গেছেন। পরে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, কিডনিজনিত সমস্যায় ভুগছেন জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদের প্রধান। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ করলেন মাসুদ। যেখানে তিনি সাফ জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন৷

১১মিনিটের অডিও ক্লিপটিতে মাসুদ বলছেন, ‘আল্লাকে ভয় পাও। মাদ্রাসা ও মসজিদ ভাঙা থেকে বিরত থাকো৷ মনে রাখবে, যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামে তাদের সঙ্গে আল্লাহর আর্শীবাদ থাকে৷ আল্লাহকে ধন্যবাদ, আমার মৃত্যু নিয়ে পুরো বিশ্বে চর্চা হলেও আমি বেঁচে আছি৷ ভালো আছি।’

ভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা অডিও ক্লিপটির শুরুর দিকে মাসুদকে বলতে শোনা যায়, ‘আজ ৪ মার্চ ২০১৯, জানিনা এই বার্তাটি যতক্ষণে আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে আমি জীবিত থাকব কিনা৷ কারণ মৃত্যু উপর কারো হাত নেই৷ মৃত্যু প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেয়।’

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট সেক্টরে জইশের জঙ্গিঘাটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা৷ এয়ার স্ট্রাইকের মূল উদ্দেশ্য ছিল জইশ জঙ্গি ঘাঁটি নিঃশেষ করা। সেখানে একাধিক জঙ্গির উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে জইশের মাথা মাসুদ আজহারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

একটি সূত্র থেকে খবর আসছিল যে বালাকোটেই ছিল মাসুদ আজহার। আর ভারতীয় বায়ুসেনার ফেলা বোমাতেই নাকি মৃত্যু হয়েছে তার। ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই সূত্র বলছে ভারতের ফেলা বোমায় গুরুতর আহত হয় মাসুদ আজহার। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার।

আরেকটি সূত্র দাবি করছিল, আগে থেকেই কিডনির অসুখে ভুগছিল মাসুদ আজহার। কিডনি ফেল করেই তার মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview