Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদের অস্তিত্ব নেই’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:৩৬ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:৩৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের ভূখণ্ডে জইশ-ই-মোহাম্মদ নামে জঙ্গি গোষ্ঠীর অস্তিত নেই বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জানায়, পাকিস্তানে তাদের অস্তিত্ব নেই। জাতিসংঘ ও পাকিস্তানই তাদের নিষিদ্ধ করেছে।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। ওই হামলার পরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে সক্রিয় জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপও জোরালো রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর আইএসপিআর এর মহাপরিচালক আসিফ গফুর বলেন, ‘ভারত যখন আমাদের আকাশসীমা লঙ্ঘন করে তখন আসলেই্ আমরা যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিলাম। আমরা তাদের প্রতিহত করেছি।’

নিয়ন্ত্রণরেখাতেও দুই দেশ মুখোমুখি অবস্থানে ছিলো মন্তব্য করে তিনি বলেন, অনেকদিন ধরেই সেখানেস সেনা মোতায়েন রয়েছে। তবে ভারতীয় আগ্রাসনের পর আমরা সেনা সংখ্যা বাড়িয়েছি।’ তিনি বলেন, স্বাভাবিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সংখ্যা বাড়ানো হয়েছে।

আজাদ কাশ্মিরে ভারতীয় হামলা নিয়ে জিজ্ঞাসা করলে আসিফ গফুর বলেন, সেখানে একটি ইটও ক্ষতিগ্রস্ত হয়নি। জানা যায়নি কোনও হতাহতের খবর। ‘ভারতীয় দাবি মিথ্যা’। তিনি দাবি করেন, পাকিস্তান থেকে পুলাওয়ামা হামলার পরিকল্পনা করা হয়নি।

আসিফ গফুর বলেন, ‘জইশ ই মোহাম্মদের অস্তিত্ব পাকিস্তানে নেই। জাতিসংঘ ও আমরা তাদেতর নিষিদ্ধ করেছি। এছাড়া আমরা কারও চাপে পড়ে কিছু করছি না।’

Bootstrap Image Preview