Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তের পেনাল্টিতে কোয়াটার ফাইনালে ম্যানইউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৪ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকে ছিটকে গেল নেইমার বিহীন পিএসজি। তাদের ঘরের মাঠ রাশফোর্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যানইউ।

প্রাক ডি প্রিন্সেস স্টেডিয়ামে শুরুতেই গোলের দেখা পায় ম্যানইউ। ম্যাচের দ্বিতীয় মিনিটে পিএসজির ডিফেন্ডারের ভুল। টিলো কেয়ারের লক্ষ্যহীন ব্যাকপাসে বল পেয়ে যান রোমেলু লুকাকু। ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বুফনকে কাটিয়ে পিএসজির বিপক্ষে লিড এনে দেন এই বেলজিয়ান স্ট্রাইকার। 

ম্যাচের ১২তম মিনিটে সমতায় ফিরে পিএসজি। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল করতে ভুল করেননি জুয়ান বার্নাট। প্রথমার্ধে বলার মতোর আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

বিরতির পর বল দখলে নিয়ে খেলতে থাকে পিএসজি। ৫৫ মিনিটে গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। তবে অফ সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচের ৮৪ মিনিটে গোলের আরো একটি সুযোগ পেয়েছিল স্বাগতিক দল। তবে এবার ব্যর্থ হন এমবাপ্পে।

ম্যাচের শেষ মিনিটে কর্ণার পেয়ে যায় ম্যানইউ। নইউ ডালটের নেওয়া শট পিএসজি’র ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ভিডিও রেফারিং দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এ সময় রাশফোর্ড গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে যান।  পরবর্তীতে এই ব্যবধান রেখেই মাঠ ত্যাগ করে দুই দল। 

Bootstrap Image Preview