Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে তুরস্ককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধারণা, ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এফ-৩৫ যুদ্ধ বিমানের ক্ষেত্রে হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

চঅলতি বছরেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক কিনবে বলে খবর বের হওয়ার পর ওয়াশিংটন এ ধরনের সতর্কতা জারি করেছে।

গত মঙ্গলবারই ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, আমরা পরিষ্কারভাবে তুরস্ককে সতর্ক করে দিচ্ছি যে, তরুস্ক যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে তাহলে সেটা আমাদের এফ-৩৫ যুদ্ধ বিমানের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।

এদিকে তুরস্কের কাছে একশটি যুদ্ধবিমান বিক্রির ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে দু'টি হস্তান্তর করা হয়েছে এবং বাকিগুলো হস্তান্তর করতে দেরি হচ্ছে। 

যদিও আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবেশি রাষ্ট্রগুলোর কাছ থেকে নিরাপদ থাকার জন্যই তারা রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে।

Bootstrap Image Preview