Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের ভিডিও বানোয়াট: দাবি ভারতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের জলসীমায় ঢুকেপড়া ভারতীয় সাবমেরিন আটকের ভিডিওটি বানোয়াট বলে দাবি করেছে ভারত। ওই ভিডিওটি ২০১৬ সালের। আর এর মাধ্যমে পাকিস্তান তথ্য বিকৃতি ও মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দাবি করেন ভারতীয় নৌপ্রধান সুনীল লানবা। খবর ইন্ডিয়ান ডিফেন্স নিউজের।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র ভারতীয় সাবমেরিন আটকের খবর জানায়। পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়া ভারতীয় একটি সাবমেরিন আটকের ভিডিও প্রকাশ করে ইসলামাবাদ।

ভিডিওতে দেখা যায়, সাবমেরিনটির গতিবিধি পর্যবেক্ষণ করছে পাক নৌবাহিনী। পরে পাকিস্তানের জলসীমায় পুরোপুরি ঢোকার পর সাবমেরিনটিকে আটক করা হয়।

এটি পাকিস্তানের জলসীমায় গোপনে প্রবেশের চেষ্টা করছিল বলে জানায় পাকিস্তানের নৌবাহিনী। তবে আটকের পর এটিকে শান্তির জন্য ছেড়ে দেয়া হয়েছে বলে নৌবাহিনী সূত্র জানায়। নৌবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না।

কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতিগ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়। ২০১৬ সালেও এ ধরনের ঘটনা ঘটেছিল। তবে এবারের এই ভিডিওটিও ২০১৬ সালের বলে দাবি করে ভারত।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হন।

Bootstrap Image Preview