Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৪:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


উত্তর কোরিয়ায় বিগত এক দশকের বেশি সময়ের মধ্যে গত বছর সবচেয়ে কম খাদ্য উৎপাদন হয়েছে। আবাদি জমির ঘাটতি ও অপর্যাপ্ত চাষের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের ফসল উৎপাদন কম হয়েছে। বুধবার জাতিসংঘ একথা জানায়। এতে করে দেশটির মধ্যে ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ায় ব্যাপক খাদ্য ঘাটতির করণে তারা এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে।

জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়া গত বছর মাত্র ৪৯ লাখ ৫০ টন খাদ্য উৎপাদন করে। ২০১৯ সালের জন্য তাদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন এ উৎপাদন তার চেয়ে ৫ লাখ টন কম।

উত্তর কোরিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক তপন মিশ্র এক বিবৃতিতে বলেন, এক দশকের বেশি সময়ের মধ্যে এটি ছিল উত্তর কোরিয়ার সবচেয়ে কম খাদ্য উৎপাদন।

এরফলে দেশটির ব্যাপক খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে উত্তর কোরিয়ার এক কোটি ৯ লাখ মানুষের জন্য মানবিক সাহায্য প্রয়োজন হবে।

Bootstrap Image Preview