Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে পিএসজি ও ম্যানইউয়ের শেষ আটে উঠার লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview


বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগের খেলায় ম্যানঞ্চোর ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে নেইমাররের দল প্যারিস সেন্ট জার্মেই। অ্যাওয়ে ম্যাচে ০-২ হেরে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ কোয়াটার ফাইনালে এক পা দিয়েই রেখেই তারা। তবে আজতের ম্যাচেও নেইমারকে ছাড়িই মাঠে নামতে হচ্ছে তাদের। তােই লড়াইটা ঘরের মাঠে হলেও কিঠুটা কঠিনই হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।

ম্যান ইউ ম্যানেজার ওয়ে গুন্নার সোলজায়ের ম্যাচের আগে বলেছেন, ‘‘আবার দু’গোলে হার নয়। আমাদের লক্ষ্য থাকবে ৪-২ জয়। বেশির ভাগ ম্যাচে আমরা প্রথমার্ধে ভাল খেলতে পারছি না। প্যারিসে চেষ্টা করব ৪৫ মিনিটেই ১-০ এগিয়ে যাওয়ার।’’

ম্যান ইউ বুধবার প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে চায়। কিন্তু তাঁর সব চেয়ে বড় সমস্যা নির্বাসনের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না পল পোগবা। যিনি হালফিলে মাঝমাঠ থেকে কার্যত একাই দলকে খেলাচ্ছেন। সোলসারের আরও সমস্যা আছে। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত অ্যান্থনি মার্সিয়াল। একই কারণে প্যারিসে না খেলার সম্ভাবনা অ্যান্ডার এরেরা ও নেমাইয়া ম্যাটিচের।

সোলসারের জন্য বড় খবর ফুটবলারদের উদ্বুদ্ধ করতে স্যর আলেক্স ফার্গুসন দলের সঙ্গে যাচ্ছেন প্যারিসে। ব্রিটিশ প্রচারমাধ্যমের কাছে অন্তত সে রকমই খবর। প্রসঙ্গত ফার্গুসনের সময় ১৯৯৮-৯৯ মরসুমে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে। এখনকার ম্যানেজার সোলসার তখন রেড ডেভিলসের ফুটবলার। পরিবর্ত হিসেবে নেমে তিনিই সে বার জয়ের গোল করেন।

সোলসার বলেছেন, ‘‘স্যর দলের সঙ্গে থাকা মানে সব সময়ই একটা বাড়তি সুবিধা যোগ হয়। আমরা মাঠের বাইরে জেতার রণনীতি নিয়ে যা করার করব। কিন্তু মাঠে নেমে আসল কাজটা সেই ফুটবলারদেরই করতে হবে।’’

Bootstrap Image Preview