Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাস গড়ে  টটেনহ্যামকে শেষ আটে তুললেন কেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০১:৪৪ PM

bdmorning Image Preview


প্রথম লেগে ৩-০ তে এগিয়ে থেকে সিগনাল ইদুনা পার্কে জার্মান ক্লাবটির মুখোমুখি হয় ইংলিশ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে অসম্ভব কিছু করতে হতো বরুশিয়া ডর্টমুন্ডের। তবে তা সম্ভব করতে দেননি হ্যারি কেইন ও তার দল। অ্যাওয়ে ম্যাচে জার্মান ক্লাবটিকে কেনের একমাত্র গোলে চ্যাম্পিয়ন লিগের শেষ আটে জায়গা করে নিল টটেনহ্যাম। 

প্রতিপক্ষের  মাঠে প্রথমার্ধে খালি হাতেই ফিরতে হয় টটেনহ্যামকে। যদিও ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে টটেনহ্যাম রক্ষণে নাভিশ্বাস তুলে দেয় তারা। ডর্টমুন্ডের একের পর এক আক্রমণ প্রতিহত হয় অধিনায়কের বিশ্বস্ত গ্লাভস। 

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। বিরতির পর মিনিট দুয়েকের মধ্যেই প্রতি আক্রমণে ম্যাচের প্রথম এবং একমাত্র গোলটি তুলে নেন হ্যারি কেন। মুসা সিসোকোর পাস থেকে ১৮ গজ দূর থেকে দুরন্ত শটে স্কোরলাইন ১-০ করেন ইংরেজ স্ট্রাইকার। শেষ অবদি এই ব্যবধান নিয়েই মাঠ ত্যাগ করার ২০১১ সালের পর প্রথমবারের মতো কোয়াটার ফাইনালে জায়গা করে নিল টটেনহ্যাম। 

এই ম্যাচের একমাত্র গোলদাতা কেন এদিন প্রাক্তন ফুটবলার জার্মেইন ডিফোকে টপকে ইউরোপের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। 

Bootstrap Image Preview