Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকযোগে বোমা আসলো লন্ডনের বিমান বন্দরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


অনেক দিন ধরেই জঙ্গিদের টার্গেট যুক্তরাজ্য। কয়েকবার জঙ্গি হানার চেষ্টা হয়েছে। লন্ডনের দুইটি বিমানবন্দর ও একটি পাতালরেল স্টেশনে ডাকযোগে বোমা পাঠানো হয়েছে। লন্ডনের হিথরো বিমানবন্দর ও অপর একটি বিমান বন্দরে মিলল সন্দেহজনক প্যাকেট। একইরকম সন্দেহজনক প্যাকেট পাওয়া গিয়েছে ব্যস্ত ওয়াটারলু স্টেশনেও। প্যাকেট খুলে মিলেছে ছোট বোমা। 

মঙ্গলবার (৫ মার্চ) সকালে হিথ্রো বিমানবন্দরের এক কর্মী একটি প্যাকেট খুলে সন্দেহজনক একটি ডিভাইস দেখতে পান। খবর- বার্তা সংস্থা রয়টার্স। 

বিশেষজ্ঞরা বলেছেন, প্যাকেটগুলি খুললেই সেখানে আগুন লেগে যেত।

ওই সময় ডিভাইসটিতে আগুন ধরে গেলে বিষয়টি প্রথমবার পুলিশের নজরে আসে। এরপরই লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটার লু'র পোস্ট রুমেও একই ধরনের একটি প্যাকেট পাওয়া যায়।

পরে পূর্ব লন্ডনের সিটি এয়ারপোর্টের অফিসে তৃতীয় বোমাটি পাওয়া যায়। এসব বোমা পাওয়ার ঘটনায় বিমানবন্দরে ফ্লাইটে কোনও পরিবর্তন না ঘটলেও লন্ডন ও সেন্ট্রাল লন্ডনের মধ্যবর্তী একটি রেল লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জড়িতদের খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, ২০০৫ সালের ৭ জুলাই বড় ধরনের জঙ্গি হানার শিকার হয় লন্ডন শহর। লন্ডনের টিউব রেলে তিনটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি ডবল ডেকার বাসেও বিস্ফোরণ ঘটে। মোট ৫২ জন মারা যান।

Bootstrap Image Preview