Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়ালকে ডুবিয়ে শেষ আটে উঠল আয়াক্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ AM

bdmorning Image Preview


রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ঐতিহাসিক জয়ের দেখা পেল আয়াক্স আমস্টারডাম। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আয়াক্সের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে হারল রিয়াল।

দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারে গেল তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিদায় নিশ্চিত হল। অন্যদিকে ১৩ বছর পর চ্যাম্পিয়ন লিগের শেষ আঠে জায়গা করে নিল আয়াক্স। 

আয়াক্সের এমন ঐতিহাসিক জয়ের নায়ক ডুসান তাডিচ। তিনি একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন। রিয়ালকে উপহার দিয়েছেন তাদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বাজে হার।

শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। ম্যাচের চতুর্থ মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে রাফায়েল ভারানের হেড ক্রসবারে লেগে ব্যর্থ হলে হতাশা গ্রাস করে রিয়ালকে৷

সপ্তম মিনিটে জিয়েখ হাকিমের গোলে এগিয়ে যায় আয়াক্স। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আয়াক্স। এ সময় ফাঁকা জালে বল জড়ান ডেভিড নেরেস। এই গোলেরও যোগানদাতা ছিলেন ডুসান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে রিয়াল৷ ৫৩ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা৷ কিন্তু কারভাহালের বাড়ানো বল ধরে বেনজেমার শট ক্রসবার ঘেঁষে চলে যায়। দুই মিনিট পর তাদিচের শট ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে রাখেন কোর্তোয়া। 

৬২ মিনিটে আয়াক্সের হয়ে দুসান তাদিচ স্কোরলাইন ৩-০ করেন। ৭০ মিনিটে আসেনসিও-র গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। দু মিনিট পরেই লাসসি স্কোনি রিয়ালের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। এ সময় ফ্রি কিকে অসাধারণ গোলটি করেন লাসে স্কোনি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আয়াক্স। 

Bootstrap Image Preview