Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘টার্গেট’ না করেই যেভাবে ভারতীয় সাবমেরিন ঠেকাল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের জলসীমায় ভারতীয় একটি সাবমেরিন ঢুকে পড়ার চেষ্টা করলে তা ঠেকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ দাবি করা হয়।

কোন ভারতীয় সাবমেরিন পাকিস্তানি জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিল, তা স্পষ্ট করা হয়নি ওই টুইট বার্তায়। তবে ভারত সরকার বা নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের ওই টুইট বার্তায় দাবি করা হয়, ‘ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ার চেষ্টা করলে পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা তা প্রতিহত করেন। তবে পাকিস্তানি নৌসেনা ওই সাবমেরিনটি ‘টার্গেট’ করেনি। পাকিস্তান সরকারের শান্তির পথে পদক্ষেপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুটের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এই দাবি খতিয়ে দেখছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানের সংবাদমাধ্যমে যে ভিডিওটি দেখানো হচ্ছে তা ২০১৬ সালের। স্বার্থসিদ্ধির জন্য পাকিস্তান এই দাবি করতে পারে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪৬ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।

Bootstrap Image Preview