Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে ৬ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনি অনুষ্ঠিত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৮ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ৬ দিনব্যাপি ২০ তম একুশে বই মেলা-২০১৯ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ মার্চ) রাতে আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের স্পেশাল পি.পি এডভোকেট এ.কে.এম শাহজাহান কবির, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস, মুলাডুলি ইউপি চেয়ারম্যান ও একুশে গ্রন্থাগারের উপদেষ্ঠা মো. সেলিম মালিথা, গোপালপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।   

মেলায় ৫০টি বুকস্টলে বিভিন্ন লেখকের বই স্থান পায়। এছাড়া বই মেলার পাশাপাশি বিভিন্ন রকমারী ফার্ণিচারের ২০টি বিক্রয়কেন্দ্র মেলায় আগত নারী-পুরুষের মন কাড়ে। বইয়ের পাশাপাশি ফার্নিচারও বিক্রি হয়েছে আশাতীত বলে জানা গেছে। 

Bootstrap Image Preview