Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপেক্ষাকৃত দূর্বল এভারটনের কাছেও পয়েন্ট খোয়ালো লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


সবশেষ ম্যাচে ওয়াটফোর্ডকে৷ ৫-০ গোলে হারায় লিভারপুল। এই জয় তাদের আত্ববিশ্বাসে নতুন রসদ যোগায়। তবে আবারো ধাক্কা লাগন লিভরপুলের মনোবলে। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত দুর্বল এভারটনের মাঠে গোলশূন্য ড্র করল সালাহর লিভারপুল।

এভারটনের বিপক্ষে জয় পেলেই টেবিলের প্রথম স্থানে উঠে যেতে পারত। এতে প্রিমিয়ার লিগের সবশেষ ছয় ম্যাচে লিভারপুলের এটা চতুর্থ ড্র। 

এদিন ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে লিভারপুল। ম্যাচের ১৪ মিনিটেই অ্যালেকজান্ডার আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে ঠিকভাবে শট নিতে পারেননি সালাহ।

এরপর ম্যাচরে ২৮ মিনিটে ফাবিয়ানোর বাড়ানো বল থেকে গোলরক্ষককে একা পেয়েও জাল কাঁপাতে পারেননি মিসরের তারকা ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে সালাহ হেড আটকে দেন এভারটনের গোল রক্ষক। ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোকে নামালের লিভারপুলের ভাগ্য পরিবর্তন হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করতে হয় তাদের।

এই ড্রতে ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে সালাহ-ফিরমিনোরা। সমান ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে ম্যানচেস্টার সিটি।

তবে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়লেও হতাশ নন লিভারপুলের ফুল ব্যাক অ্যান্ডি রবার্টসন। তিনি মনে করছেন এখন তারা শিরোপার জন্য লড়তে পারবে নিশ্চিন্ত হয়ে। এখন যত চাপ তা থাকবে ম্যানসিটির উপর, ‘এখন আমরা শিরোপা তাড়া করব। সেক্ষেত্রে সব চাপ পড়বে শীর্ষে থাকা সিটির উপর। মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত প্রতিটি বলের জন্য লড়াই করব।’

Bootstrap Image Preview