Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এল ক্লাসিকোয় মেসি-রামোসের যুদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:০১ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview


শনিবার রাতে লা লিগায় দ্বিতীয় লেগে রিয়ালের প্রতিদ্বন্দ্বিতা করেছে বার্সা। রিয়াল ও বার্সার লড়াই মাঠে সব সময়ই আলাদা উত্তাপ ছড়ায়। শনিবারের ম্যাচেও সেটি দেখা গেল। বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের মধ্যে বেঁধে গেল কপাল ঠোকাঠুকি। 

বুধবার সান্তিয়াগো বার্নাবেউতে রাতের ম্যাচে কেপা ডেল রেতে রিয়ালকে ৩-০ গোলের ব্যবধানে হারায় বার্সা। তাই শনিবার রাতের ম্যাচটি ছিল রিয়ালের প্রতিশোধের লড়াই। মঞ্চ প্রস্তুত থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। উল্টো ম্যাচের ২৬ মিনিটে কোরেশিয়ার ফুটবলার ইভান রাচিকিতের গোল হজম করে বসে রিয়াল।

১ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রামোসের দল। তাইতো নিজের অর্ধে প্রতিপক্ষের আক্রমণ যে কোনো মূল্যে থামনোর চেষ্টা করেন তারা। এই মনোভাবেই কারনেই মেসির সাথে লেগে যায় রামোসের। 

রিয়ালের ডিফেন্ডার রামোসের যুদ্ধংদেহী মনোভাবের কথা মোটামুটি সবারই জানা। তখন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে। রামোস ইচ্ছে করেই তার বাঁ হাতটা দিয়ে আঘাত করেন মেসির মুখে। বার্সা অধিনায়ক তাতে মাটিতে পড়ে যান। 

আঘাতটা বেশ জোরেই লেগেছিল বোধ হয়। ঠান্ডা মেজাজের মেসি রাগ হয়ে উঠে আসেন রামোসের দিকে। রামোসও দুঃখ প্রকাশ করেননি। উল্টো মাথা সামনে বাড়িয়ে দেন। দুজনের কপালে কপালে ঠুকোঠুকি শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌড়ে আসেন রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ। এ সময় রামোসকে তিনি একটি হলুদ কার্ড দেখান।

Bootstrap Image Preview