Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে টুইটারে জনপ্রিয় ট্রেন্ড ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫২ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview


পাকিস্তানে টুইটারে এখন সব থেকে জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে ‘হ্যাশট্যাগ-নোবেল-পিস-ফর-ইমরান-খান’, অন্যদিকে ভারতে ‘হ্যাশট্যাগ-গো-ব্যাক-মোদি’ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির টপ ট্রেন্ড।

শুক্রবার সকাল থেকে টুইটারের টপ ট্রেন্ডে এটি ছিল বলে ওইদিন প্রকাশিত একটি প্রতিবেদনে ভারতীয় ওয়েবসাইট ‘ট্রেন্ডস24’র বরাত দিয়ে এই তথ্য জানায় পাকিস্তানের গণমাধ্যম ‘জিওটিভি’।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর উপলক্ষে রাজ্যটির বাসিন্দারা এর মাধ্যমে স্পষ্ট করে যে তারা সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাচ্ছে না। রাজনৈতিক স্বার্থে মোদি ভারতীয় সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছেন বলেও সমালোচনা করা হয়।

এক টুইটার ব্যবহারকারী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একটি ছবি শেয়ার করেন, যাতে পাকিস্তানে কথিত সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি নিহত করা সংক্রান্ত ভারতের দাবিটি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইন্ডিয়ান এয়ার ফোর্স’র(আইএএফ) উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দেয়ায় পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার দাবি উঠেছে।

শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, পাকিস্তানে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে ‘হ্যাশট্যাগ-নোবেল-পিস-ফর-ইমরান-খান’। রামিজ আসিফ নামে একজন এই ক্যাম্পেইনিং শুরু করে বলে জানা গেছে। এ পর্যন্ত ২৮ হাজার মানুষ এতে সই করেছে।

Bootstrap Image Preview