Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে আকস্মিক বন্যা, শিশুসহ নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:৪১ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৪১ AM

bdmorning Image Preview


আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। ডু্বে গেছে অন্তত দুই হাজার বাড়ি। এ বন্যার ফলে স্কুল, মসজিদ ও সরকারি ভবন বন্ধ রয়েছে।

শনিবার (২ মার্চ) জাতিসংঘের মানবিকা সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এখন শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছে।   

দেশটির সরকার জানিয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশে শতশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্দাহারের নিরাপদ জায়গায় আনা হয়েছে। 

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পাহাড়ি রাস্তা, ভারী তুষারপাত ও যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো কঠিন হচ্ছে।

Bootstrap Image Preview