Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাক-ভারত উত্তেজনায় রাশিয়ার মিসাইল পরীক্ষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলার পর থেকে চরম উত্তেজনা দেখা দেয় ভারত-পাকিস্তান সীমান্তে। দক্ষিণ এশিয়ার এ দেশ দুটির উত্তেজনার মধ্যেই আরো অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

দেশটির আরখানগ্লেস্ক অঞ্চলের প্লেসেটস্ক পরীক্ষাকেন্দ্র থেকে আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ইয়ার্স হচ্ছে সাবেক টোপোল-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নত সংস্করণ যার সর্বোচ্চ পাল্লা হচ্ছে ১২ হাজার কিলোমিটার। আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে সক্ষম বলে জানিেয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ক্ষেপণাস্ত্র ছোড়ার পর কামচাটকা উপদ্বীপের উপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, গুণগত মান এবং কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষা চালানো হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছে।

Bootstrap Image Preview